রবীন্দ্রনাথের জন্মদিনে টিভি অনুষ্ঠান

আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন। এ উপলক্ষে কবির কালজয়ী সৃষ্টি নিয়ে বিভিন্ন চ্যানেলে থাকছে নানা আয়োজন। সে সবের উল্লেখযোগ্য কয়েকটি অনুষ্ঠানের তথ্য worldglobal24.com-এর পাঠকদের জন্য এই প্রতিবেদনে জানানো হলো।

জন্মকথা
বাংলাদেশ টেলিভিশনে আজ বিকাল সাড়ে ৪টায় প্রচারিত হবে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘জন্মকথা’। তামান্না তিথির উপস্থাপনায় ঈমাম হোসাইনের প্রযোজনায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন আবৃত্তিকার বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী লীনা, লায়লা আফরোজ, ইকবাল খোরশেদ, ফারহানা তৃণা, দেওয়ান সাইদুল হাসান, শওকত আলী ও লায়লা তারান্নুম কাকলী।

হঠাৎ দেখা
এনটিভিতে আজ রাত ১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘হঠাৎ দেখা’। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নূসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু, আশরাফুল আশীষ প্রমুখ।

রাঙিয়ে দিয়ে যাও
বাংলাভিশনে আজ বিকাল ৫টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘রাঙিয়ে দিয়ে যাও’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়। আবৃত্তি ও সঞ্চালনা করেছেন মাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

তুমি রবে নীরবে
আজ চ্যানেল আইতে বিকাল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘তুমি রবে নীরবে’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত এর চিত্রনাট্য করেছেন মাহবুবা সুমী। এতে অভিনয় করেছেন কলকাতার ভাস্বর চ্যাটার্জী ও অমৃতা চট্টোপাধ্যায় এবং তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ প্রমুখ।

ডব্লিউজি/এমএইচএস

Recommended For You