জামায়াতের বিচারের জন্য আইন সংশোধন হচ্ছে : আইনমন্ত্রী

অপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (০৬ মে) রাজধানীতে সিনিয়র সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ অনুষ্ঠানে আইনমন্ত্রী আপিল বিভাগের রায়সমূহ মেনে চলার জন্য সিনিয়র জজদের সতর্কও করেছেন। পাশাপাশি দেশের জনগণকে ৩৭ লাখ মামলার জট থেকে দ্রুত পরিত্রাণ দেয়ার জন্য আহ্বান জানান তিনি।

জামায়াতের রাজনীতি নিয়ে আইনমন্ত্রী বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক জামায়াতের গঠনতন্ত্র। রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের পক্ষে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

অপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের কাজ চলছে বলে জানান তিনি।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You