ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের নাবুলাস শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে…। আহত হয়েছে আরও চারজন। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হাতে তিনজন/নিহত ফিলিস্তিনির তথ্য নিশ্চিত করেছে। দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে.., ভারী গুলিবর্ষণের কারণে দুই শহীদের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে, তাদের চেনা বেশ কষ্টকর।

এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলছে, ‘‘গত ৭ এপ্রিল উত্তর জেরিকোতে হামলার পেছনে নিহত দুইজন জড়িত ছিল।’’

ফিলিস্তিন রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, নাবুলাশ শহরে আহত চারজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে…এবং অন্তত ১৫০ জন টিয়ার গ্যাসের মুখোমুখি হয়েছেন। যাদের মধ্যে স্কুলের শিশুরাও আছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার নাবুলাসে সাধারণ ধর্মঘট ডেকেছেন।

চলতি বছরের এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে…। যার মধ্যে ২০ জন শিশুও আছে।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You