দাম বাড়ল সয়াবিন তেলের

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন এ দাম নির্ধারণ করেছে। অবিলম্বে এই দাম কার্যকর করা হবে।

বর্তমানে বোতলজাত ১ লিটার সয়াবিনের আনুষ্ঠানিক দাম ১৯০ টাকা। এর আগে গত ১৭ নভেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে সমিতি। তারও আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনাক্রমে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হলো।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You