ফিলিংসের জন্য একটু-আধটু মদ পান করতে হয় : নোবেল

কুড়িগ্রামে ফুলবাড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে মাতলামি কারেন গায়ক নোবেল । এরজন্য তাকে জুতা ও পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।

গায়ক নোবেলের এমন কর্মকাণ্ড মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং এতে সমালোচনার ঝড় ওঠে।

মঞ্চে অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুললেন নোবেল। তিনি জানান, ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে।

স্থানীয় এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন, ‘স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারেকাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।’

সংগীতশিল্পী নোবেল বলেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আর ঘটবে না।’

Recommended For You