‘আ.লীগকে হুমকি-ধমকি দেবেন না’, বিএনপিকে মায়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বলে—নির্বাচন করবে না, করতেও দেবে না। আমি তাদের বলে দিতে চাই.., নির্বাচনে বাধা দিতে বিএনপি নেমেই দেখুক কী হয়, মাঠে আসেন। আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, চুপ করে বসে নেই। আওয়ামী লীগ প্রস্তুত হয়ে গেছে। আওয়ামী লীগকে হুমকি-ধমকি দেবেন না।

সোমবার (০১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয় শ্রমিক লীগের এ কর্মসূচিতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি হলো বাইচান্স পার্টি। এদের কোনও ইতিহাস ঐতিহ্য নেই। তাদের একটাই লক্ষ্য সরকারের পতন ঘটানো, শেখ হাসিনাকে শেষ করা। দেশে কোনও খুন-খারাবির দল যদি থাকে সেটা হলো বিএনপি…। বাবা, পুত্র-মা মিলে দেশটাকে শেষ করতে চাইছে। জিয়াউর রহমানের পরিবার হলো খুনি পরিবার। তারা দেশকে নিয়ে ভাবে না।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শ্রমজীবী মানুষ ভালো আছে। এ দেশের মেহনতি ও শ্রমজীবী মানুষের কল্যাণের লক্ষ্যই নিয়ে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন…। যারা বাধা হবে, তাদের মোকাবিলা করতে সক্ষম আওয়ামী লীগ। কিন্তু এ দেশ এগিয়ে যাওয়ার প্রধান অন্তরায় হলো বিএনপি। বিএনপি দেশের শত্রু, এরাই বারবার দেশের গণতন্ত্রে বাধা হয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির…, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You