সৌদিতে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমেরিকার শোক

সৌদি আরবের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমেরিকা।

বুধবার (২৯ মার্চ) ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করা হয়। বার্তায় বলা হয়, আমরা এই ঘটনায় মর্মাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। আমরা দুর্ঘটনা কবলিতদের দ্রুত আরোগ্য কামনা করি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন জানান, সৌদি আরবে যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটিতে ৪৭ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি ছিলেন । তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাসটি উল্টে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডব্লিউজি/এমএইচ

Recommended For You