পুঠিয়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ২

পুঠিয়ায় কষ্টি পাথরের মূর্তি

রাজশাহীর পুঠিয়ায় কষ্টি পাথরের পুরাতন মূর্তি পার্বতী উদ্ধার করা হয়েছে। সেই সাথে মূর্তি দখলে রাখার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। শনিবার (২৫ মার্চ) বেলা ২টায় র‍্যাব একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, গোদাগাড়ী থানার মোহনপুর এলাকার মোজাফফর হোসেনের ছেলে জহুরুল হক (৪৫) এবং পুঠিয়া থানার খলিফা পাড়ার মৃত শের মোহাম্মদের ছেলে সম্রাট (১৬)।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি পুরাতন কষ্টি পাথরের মূল্যবান পার্বতী মূর্তিসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। একজন জহুরুল হক এবং আরেকজন মো. সম্রাট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পাচারের উদ্দেশ্যে ঐ পুঠিয়ায় কষ্টি পাথরের মূর্তি নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেন। প্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

ডব্লিউজি/এমএইচ

শেয়ার করুন:

Recommended For You