সাতক্ষীরায় ৫ টাকার জন্য ভ্যানযাত্রীকে খুন!

সাতক্ষীরায় ৫টাকার জন্য ভ্যানযাত্রী মোমরেজুল ইসলামকে ঘুষিয়ে হত্যার ঘটনায় ভ্যানচালক মনিরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারী জেলার ডোমার থানার সোনারায় গ্রামে বসবাসরত মিন্টুর খালাতো বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মীর আসাদুজ্জামান এক ব্রিফিংএ সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশের জিজ্ঞাসাবাদে মিন্টু বলেছে, আকাশের অবস্থা ভালো না থাকায় সে ৫ টাকার ভাড়া ১০ টাকা দাবি করে সে। এ নিয়েই তর্ক শুরু হয়।

উল্লেখ্য, গত ১৯ মার্চ রাতে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজার থেকে মিন্টুর ভ্যানযোগে মোচড়া মোড়ে আসে মোমরেজুল ইসলাম। এসময় ভ্যানচালক ভাড়া বেশি চাওয়ায় তর্কের এক পর্যায়ে যাত্রী মোমরেজুলকে ঘুষি মারে। সে আহত হলে প্রথমে সাতক্ষীরা সদর ও পরে খুলনা মেডিকেলে রেফার করা হয়, এর পরদিন ২০ মার্চ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় নিহতের ছেলে নাজমুল হোসেন সাতক্ষীরা সদর থানায় ভ্যানচালক মিন্টুকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

ডব্লিউজি/এমএইচ

শেয়ার করুন:

Recommended For You