দ্য হান্ড্রেডে এবারও দল পেলেন না সাকিব

দ্য হান্ড্রেডে এবারও দল পেলেন না সাকিব আল হাসান, আগের আসরগুলোর মতোই উপেক্ষিত থাকলেন তিনি। সাকিবই যেখানে দল পাননি, সেখানে বাংলাদেশের বাকি ক্রিকেটাররা অবিক্রীত থাকবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। হয়েছেও তাই।

দল পাননি বাংলাদেশের আর কেউই। আরো পাঁচ পুরুষ ক্রিকেটার নাম দিলেও উপেক্ষিত থেকেছেন সবাই। তারা হলেন লিটন দাস, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। নারী দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছিলেন পেসার জাহানারা আলম। তাকেও কেউ কেনার আগ্রহ দেখায়নি।

ড্রাফটে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন সাকিব। ১ লাখ ২৫ হাজার পাউন্ডে সর্বোচ্চ ক্যাটাগরিতেই রাখা হয়েছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। কিন্তু কেউ তাকে ভিত্তিমূল্যেও কিনতে রাজি হয়নি।

লিটনের ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড, ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন আফিফ। বাকিরা ছিলেন ভিত্তিমূল্যহীন। সবাই হতাশার খবর পেয়েছেন।

অবশ্য শুধু সাকিব-লিটনরা নয়, দল পাননি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ট্রেন্ট বোল্ট, বাবর আজম, রাইলি রুশো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো টি-টোয়েন্টির বড় তারকারাও।

ডব্লিউজি/এমএইচ

শেয়ার করুন:

Recommended For You