ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গুচ্ছে না থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় থাকার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। আগামীকাল সোমবার (২০ মার্চ) বিষয়টি উপাচার্য মহোদয় ইউজিসির সভায় উত্থাপন করবেন বলে জানান তিনি।
জানা গেছে, চলমান নবীন শিক্ষাবর্ষ ২০২১-২২ ভর্তি পরীক্ষার পূর্বেও নিজস্বভাবে পরীক্ষার নেওয়ার দাবি জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু বিভিন্ন আশ্বাস ও জটিলতা নিরসনের কথা সমাধান হলে গুচ্ছে পরীক্ষা নেওয়ার পক্ষে মতামত দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে দেখা যায় ভোগান্তী আরো দীর্ঘ হয়ে বহুগুণ বৃদ্ধি হয়। বার বার গুণ বিজ্ঞপ্তি দিয়েও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পূর্ণ করতে পারিনি। ভোগান্তির কথা ভেবেই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইবি শিক্ষকরা। যার চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি স্বস্তির বদলে খুবই ভোগান্তির শিকার হয় তারা। এসব সমস্যায় কাঁটিয়ে শিক্ষার্থীদের দ্রুত ভর্তি নিশ্চায়ন করার জন্য সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপাচার্য মহোদয় ইউজিসির সভায় এই বিষয়টি উত্থাপন করবেন। এদিকে আজ রবিবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।