‘বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে’

কয়েক বছরে মানবাধিকার সূচকে অভাবনীয় উন্নতি করেছে বাংলাদেশ। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশও তৈরি হয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সম্মেলন-২০২৩-এ এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা। সম্মেলনে বাংলাদেশের নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী বলেও মন্তব্য করেন তারা। খবর সময় টিভির

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে মানবাধিকার সম্মেলনের আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। এতে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশসহ সার্কের সদস্যদেশের মানবাধিকার কর্মীরা।

জার্মানির মানবাধিকার কর্মী ভলকার ইউ ফ্রেডরিক বলেন, ‘‘আমি এটা বলতে পেরে খুশি যে, বাংলাদেশ গত কয়েক বছরে মানবাধিকারের নানা সূচকে অভাবনীয় অগ্রগতি করেছে।’ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল বলেন, ‘বাংলাদেশে সব মত ও ধর্মের মানুষ সহাবস্থানের সঙ্গে বসবাস করছে, যা মানবাধিকারের সূচকে অগ্রগতির অন্যতম দৃষ্টান্ত।’’

সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানা অপ্রত্যাশিত মন্তব্য করে আসছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। তাদের নিজেদের দেশে মানবাধিকার লঙ্ঘনের নানা উদাহরণ থাকলেও বাংলাদেশকে নিয়ে বারবারই অপ্রত্যাশিত মন্তব্য করতেন তারা। আগামী নির্বাচন নিয়েও বিদেশিদের নানা মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

সম্মেলনে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা। নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী বলে মন্তব্য করে বিদেশি মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে সরকারের প্রভাববিহীন প্রচারণার সুযোগ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে…। নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারছে।’ বাংলাদেশ সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রভাববিহীন নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন সম্মেলনে আগতরা।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You