‘অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আলোর মুখ দেখিয়েছেন শেখ হাসিনা’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এদেশে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় অনেক ষড়যন্ত্র হয়েছে। রাজাকার-আলবদরদের গাড়িতে উড়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা…। তবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সেই কলঙ্কমুক্ত হয়েছে। তিনিই অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আলোর মুখ দেখিয়েছেন।

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একাউন্টিং অ্যালামনাই আয়োজিত রিইউনিয়ন ২০২৩ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে…জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম দলিল ছিল বঙ্গবন্ধুর ছয় দফা। তখনকার নেতারা আমাদের ছয় দফা শিখিয়েছিলেন। সেই ছাত্রজীবনে ছয় দফা মুখস্থ করে গ্রাম-গঞ্জে ঘুরে মানুষকে এর গুরুত্ব বুঝিয়েছি। আমার নেতা হওয়ার…পেছনে জবির অনুপ্রেরণা অনেক। এখানে ভর্তি হয়েই পেয়েছি রাজনীতির দুর্বার গতি। এটিই আমার রাজনীতির উৎস। এখান থেকেই পেয়েছি রাজনৈতিক দীক্ষা।’

একাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জবি একাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান রিপন। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক…, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিস অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মোস্তফা.., বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অনেক শিক্ষক-শিক্ষার্থীরা।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You