রুশ আর্থিক খাতের ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা

আজ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে রুশ আগ্রাসনের এক বছর পূর্ণ হল। এই দিনটি উপলক্ষে রাশিয়ার আর্থিক খাতের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন…। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, সব কটি বাণিজ্যিক ব্যাংক…, বিনিয়োগ তহবিল, বীমাসহ দেশটির কয়েকটি কোম্পানি।

এর আগে বছরজুড়ে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। এক ফেসবুক পোস্টে ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের গভর্নর আন্দ্রেই পাইসনি বলেন, “এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ইউক্রেনের বাজার…ও সম্পদে রাশিয়ার প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। আমাদের সব দিক দিয়ে রাশিয়াকে দুর্বল করতে হবে। বিশেষত দেশটির আর্থিক খাতকে। কেননা এই খাত যুদ্ধের কৌশলগত দাতা।”

অন্যদিকে ইউক্রেনের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ইউলিয়া সাভারাদেঙ্কো জানান, নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শতাধিক ব্যাংক ও হাজারো আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করা যাবে না। এই উদ্যোগ রুশ অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করবে। সূত্র: রয়টার্স

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You