শান্তি মিছিলের নামে অশান্তি করছে আ. লীগ, অভিযোগ মির্জা আব্বাসের

শান্তি মিছিলের নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ অশান্তি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এই সভার আয়োজন করে।

সভায় মির্জা আব্বাস বলেন, ‘এই সরকার একটা তামাশা শুরু করেছে। আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করি তখন কাদের সাহেবরা শান্তি মিছিলের নামে অশান্তি করে।’…আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘কাদের সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে নিয়ে কথা বলেন। তাদের বিষয়ে কোনো কথা বলতে গেলে দাঁত ব্রাশ করে নেবেন ও আয়নায় চেহারা দেখে নেবেন।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘কাদের সাহেব সব সময় বলেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা বলব এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে…। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত করেছেন খালেদা জিয়া। এখন আবার এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করে নির্বাচন করতে হবে।’

প্রতিবাদ সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভীসহ অনেক কেন্দ্রীয় নেতাদের…ফ্যাসিবাদী সরকারের নির্দেশে জামিন দেওয়া হচ্ছে না।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You