দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় শীত ও কুয়াশার কমছে। আজ বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা..সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া আবহাওয়া অফিস থেকে জানানো হয়, ‘আজ সকাল ৬টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস… রেকর্ড করা হয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা ও কুমারখালীতে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।’

এতে আরও বলা হয়, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে দেশের আবহাওয়া। কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।’  অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আরও বলা হয়…, ‘ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You