করোনা মহামারীর পর গেল দু’বছর পর একুশের প্রথম প্রহরে মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার পেছনে নিজেদের প্রাণ উৎসর্গকারী বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
এরপর তিন বাহিনীর প্রধানদের মধ্যে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনারে এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) আবদুস সামাদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। রাত ১১টা ৫৭ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ শহীদ মিনার অঙ্গনে উপস্থিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাবি উপাচার্য তাঁকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি চলে যাবার পর সকলের জন্য উন্মুক্ত পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য উন্মুক্ত করা হয়।
ডব্লিউজি/এমআর/আরিফ