নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পেল বিশ্ববিদ্যালয়ে সদ্য চান্সপ্রাপ্ত রাকিবুল হাসান। মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাধারণ সম্পাদক তরুণ উদ্যোক্তা তানভীর মুরাদ কতৃক প্রদানকৃত অর্থ এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে বৃত্তিস্বরূপ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নবনির্বাচিত সদস্য মো. রুহুল আমিন, বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন, সৈয়দ মোহাম্মদ সিয়াম এবং বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার নাসের। অন্যান্যের মধ্যে এসোসিয়েশনের সহ-সভাপতি জাহিদ হাসান, নোমান রাশেদ, নেওয়াজ শরীফ ফাহাদ, খাইরাতুন হিসান রাবা, যুগ্ম-সাধারণ সম্পাদক নির্ঝর আহমেদ ও নাফিস অর্ণবসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃত্তি পেয়ে রাকিবুল হাসান বলেন, আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বিশ্ববিদ্যালয়ের বড়ভাই তরুণ উদ্যোক্তা তানভীর ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশনের বড়ভাইদের প্রতি৷ নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী তানভীর মুরাদ যে করোনাকালেও আমাদের বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করেছে৷ প্রতিবছরই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তির টাকা উপহারস্বরূপ দিচ্ছে। আমি আশা করি তার মত করে অন্য প্রাক্তন শিক্ষার্থীরাও এগিয়ে আসবে।
বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর মুরাদ আমাদের এলাকার এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে। এটা অনেক গর্বের। আমরা তার সমৃদ্ধি কামনা করি।
বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার নাসের বলেন, শুভ কাজের মধ্য দিয়ে এভাবেই নতুন উদ্যমে এগিয়ে যাবে বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন। আজ আমাদের এলাকার শিক্ষার্থীর পাশে থাকার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তরুণ উদ্যোক্তা তানভীর মুরাদ ভাইয়ের প্রতি বৃহত্তর ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি অদম্য রাকিবুল এখানে থেকে পড়াশোনা শেষ করে একদিন অন্য শিক্ষার্থীর পাশে দাঁড়াবে।
ডব্লিউজি/এআর