ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ‘বুদ্ধিবৃত্তির যুদ্ধ’ শীর্ষক ব্লগ রচনা প্রতিযোগিতা এবং ‘স্কিল সার্জ ২.০’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালনের জন্য ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সর্বজনীন শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী অর্জনের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আহ্বান জানান।

এসময় ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সভাপতি ফারিয়া ফাইয়াজ হিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব এ কে এম মনিরুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাশাফাত আহসান ও আশিকুল ইসলাম রবিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ডব্লিউজি/এমআর/আরিফ

শেয়ার করুন:

Recommended For You