দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ও কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত পাঁচদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে ।
শনিবার (১১ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেছেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে দেশের প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়নের পাশাপাশি ছড়িয়ে পড়ছে শিক্ষার আলো। দেশে যেমন উন্নয়ন হচ্ছে তার চেয়ে বেশি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তাই শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নতির জন্য বর্তমান সরকারের কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় স্থান করে নিয়েছেন। প্রতি বছর ভালো রেজাল্ট উপহার দিয়ে একের পর এক সুনাম অর্জন করে যাচ্ছে। বিদ্যালয়ের শেখ রাসেল ছাত্রবাস হোস্টেলে যে সব সমস্যা রয়েছে তা নিরসনের জন্য প্রশাসন ও ব্যাক্তিগত তহবিলের মাধ্যমে দ্রুত অবকাঠামো উন্নয়ন করার ঘোষনা ব্যক্ত করেন তিনি।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কমরেড নুরুল আবচার, মাষ্টার আবদুর রাজ্জাক, এবিএম মোহাম্মদ সাকের, দাতা সদস্য আলহাজ্ব মোজাম্মেল হক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শওকত হোসেন, নুরুল মোক্তাদির লিটন, সাংবাদিক এম.মনছুর আলম, ইসমত আরা বুলু, শিক্ষক প্রতিনিধি মাষ্টার জাইদুল হক, মাষ্টার রিদুয়ানুল ইসলাম ও রাশেদা বেগম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের ও সিনিয়র শিক্ষক আনছারুল করিম।
অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ বর্তমানে দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। এই অবদানের পেছনে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের ভূমিকা সর্বোচ্চ। তিনি বিদ্যালয়ের সুখে-দুঃখে ও উন্নয়ন কর্মকান্ডসহ যেকোনো কাজে সর্বদা পাশে থাকার ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর শিখা প্রজ্জ্বলন ও বেলুণ উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। পাশাপাশি অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য মাঠের চার কর্ণারে তৈরি করা হয় চমৎকার চমৎকার চারটি হাউজ। হাউজগুলোর নাম হলো– শাপলা, পলাশ, হাসনাহেনা ও রজনীগন্ধা। হাউজ গুলোকে সাজানো হয় নানা রঙে এবং বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্রের প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ হাউজগুলো পরিদর্শন করেন।
অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষানুরাগী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারী’২০২৩ ইংরেজি স্কুল কর্তৃক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ডব্লিউজি/এমআর/মনছুর