ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জুবিলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদগাজী কলেজ মিলনায়তনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
চাঁদগাজী হাই স্কুল প্রাক্তন ছাত্র সংসদ কর্তৃক প্লাটিনাম জুবিলি উৎসব অনুষ্ঠানের মহাসচিব ও ২০০১ ব্যাচের ছাত্র রাকিব রায়হানের সভাপতিত্বে ও ২০০২ ব্যাচের ছাত্র মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ৫ নং মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান মিনু। বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ১৯৯২ ব্যাচের ছাত্র শেখ কামাল, ২০০০ ব্যাচের ছাত্র শাহ জিয়াউল হক রুবেল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ও ২০০১ বাচের ছাত্র মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ২০০৮ ব্যাচের ছাত্র মুন্সি মোর্শেদ আলম প্রমুখ।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, ১০ ও ১১ ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী প্রাক্তন ছাত্র ছাত্রীদের স্মৃতিচারণ মুলক গল্প বলা, গল্পের বলা ও শুনার পর মাঝে মাঝে কবিতা আবৃতি, গান, নৃত্য, মিউজিক থাকবে। দুইদিনের কনসার্টে উপস্থিত থাকবে অ্যাশেজ, চিশতি বাউল, চিৎকার ব্যান্ড, মনের মানুষ ব্যান্ড সহ অনেকে।
যেহেতু দেশের প্রকৃতযশা ব্যান্ডদল থাকছে, সেহেতু প্রায় ১০ হাজার লোকজনের সমাগম হবে বলে জানান। প্রাক্তন ছাত্রীদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে।
প্লাটিনাম জুবিলি উপলক্ষ্যে স্মরণিকা ম্যাগাজিন বই প্রকাশ করা হবে। প্লাটিনাম জুবিলি উৎসব অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত তাঁরাসহ সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত থাকবেন বলে জানান।
ডব্লিউজি/এমআর/জহিরুল