ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গাড়ি এক্সিডেন্টের জের ধরে ক্যান্সারে আক্রান্ত ছেলে ও বাবাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একদল নেতা-কর্মীর বিরুদ্ধে।
গত মঙ্গলবার রাত নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের মূল ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগপত্র জমা দেন ভুক্তভোগী সেলিম মোল্লা।
অভিযুক্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-মানবসম্পদ উন্নয়ন সম্পাদক নাজমুল হাসান রুপু, ফজলুল হক শাখা ছাত্রলীগের কর্মী মো. তারেক। এছাড়া অভিযোগপত্রে অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল করিম শয়নের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
অভিযোগপত্রে ভুক্তভোগী বলেন, মঙ্গলবার রাতে আমি ও আমার স্ত্রী খাদিজা আক্তার এবং ছেলে ক্যানসারের রোগী রুবায়েত হাসান সায়েমসহ আমার প্রাইভেটকারে করে নিজ বাড়িতে ফিরছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্ল্যাহ হলের সামনে পৌঁছালে আমি গাড়িটি ব্রেক ফেইল করে। পরে গাড়িটির গতি কমিয়ে রাস্তার পার্শ্বে আইল্যান্ডে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ করি। তখন শহীদুল্ল্যাহ হলের একদল শিক্ষার্থী প্রাইভেটকার গাড়ীটি সহ আমদের সকলকে আটক করে আমাকে ও আমার স্ত্রী সন্তানদেরকে গাড়ী হতে নামিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের শরীরের বিভিন্ন স্থানে রড পিটিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে। ১নং আসামী আমাকে হত্যার উদ্দেশ্যে আমার গলা চিপিয়া ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। ২নং আসামী হাতে হিলমেট নিয়ে আমার মাথায় সজোরে আঘাত করিয়া থেতলানো জখম করে। ১নং আসামি হত্যার উদ্দেশ্যে আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। ২নং আসামি হাতে হেলমেট নিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে জখম করে। এসময় তারা আমার কাছ থেকে মোট ৩২ হাজার টাকা নিয়ে যায়। এমনকি এই বিষয়ে মামলা করলে আমাকে প্রাণে হত্যার হুমকিও প্রদান করে।
তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল হাসান রুপু বলেন, আমরা কেন টাকা ছিনতাই করতে যাব। তার গাড়ি দুটি রিক্সাকে মেরে দেয়৷ রিক্সাতে থাকা যাত্রীদের মধ্যে একজনের মাথা ফেটে যায়৷ দুটি রিক্সা ক্ষতিগ্রস্থ হয়৷ এ অবস্থায় তারা চলে যেতে চাইলে হলের ছোট ভাইয়েরা তাদেরকে মারধর করে। পরে আহত ব্যক্তিকে আমরা মেডিকেলে নেই। এবং আমরা গিয়ে মিমাংসা করে জরিমানা নিয়ে দিয়েছি এখন শুনছি আমাদের নামে থানায় অভিযোগ দিয়েছে। এভাবে হলে তো মানুষের উপকারও করা যাবে না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল করিম শয়ন বলেন, নাজমুল হাসান রুপুকে আমি ব্যক্তিগতভাবে চিনিই না। সভাপতি অনেকেই ছবি তুলে আমার সাথে। তাই বলে প্রত্যেকেই আমার অনুসারী না। যারা এসব ছুরি ছিনতাইয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনকে বলব যেন দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
এদিকে শাহবাগ থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান ভুঁইয়া বলেন, আমরা অভিযোগপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা যেই হোক না কেন আইনের উর্ধ্বে কেউ নয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ওসি মহোদয়ের সাথে কথা বলার পর আমরা এ ঘটনায় মামলা নিব।
ডব্লিউজি/এমআর/আরিফ