পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ মারা গেছেন। আরব আমিরাতের একটি হাসপাতালে তিনি মারা যান মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
রোববার (৫ ফেব্রুয়ারি) তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে এ তথ্য জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়…, পারভেজ মোশাররফ গত কয়েক সপ্তাহ ধরেই আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। রোববার সেখানেই তার মৃত্যু হয়।
১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন পারভেজ মোশাররফ। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি…। ২০০৭ সালের নভেম্বরে তিনি পাকিস্তানের সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করেন। এর বিরুদ্ধে ওই সময় ব্যাপক বিক্ষোভ হয়। ২০০৮ সালে অভিশংসনের ঝুঁকি এড়াতে তিনিপদত্যাগ করেন।
ডব্লিউজি/এমআর