সাভারের ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার পৌর সভার মেয়র হাজী আবদুল গণি।
সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল দিল আফরোজ হেনা, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য পৌর কাউন্সিলর নূর আলম সিদ্দিকী নিউটন, মন্ত্রীর সহধর্মীনি ডাক্তার ফরিদা এনাম, আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেন মাসুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সোনাহার, আওয়ামী লীগ নেত্রী মাহবুবা পারভীন প্রমুখ।
ক্রিড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীগণ বিস্কুট দৌড়, মাথায় হাড়ি নিয়ে দৌড়, কাঠি হাতে নিয়ে দৌড়, বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজ, বালিশ বদলসহ নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে দিনভর আনন্দ উৎসবে মেতে উঠেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন এবং অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান অনুষ্ঠানে বলেন, বর্তমান সরকার আমলে শিক্ষার হার বেড়েছে এবং শিক্ষার মানও বেড়েছে। সরকার শিক্ষার মান বাড়াতে সদা ততপর। বছরের শুরুতে ৪ কোটি ৯ লাখ শিক্ষার্থীর মথ্যে ৪ কোটি ৯৫ লাখ বই বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রধান যেভাবে শিক্ষার মান বাড়াতে তৎপর অতীতে কোন রাষ্ট্রনায়ক এতো তৎপর ছিলেন না। তিনি সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৪তম বার্ষিকীর নানা ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন, এ প্রতিষ্ঠান হতে ইতোমধ্যে অনেক ছাত্রছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত হয়ে সুনাম অর্জন করেছেন। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন মন্ত্রী।
ডব্লিউজি/এমআর/আনিসুর