মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রভাষক দীনেশ চন্দ্র সরকার, প্রভাষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক এনামুল হক এবং আমজাদ হোসেন প্রমূখ।

ডব্লিউজি/এমআর/মাহবুবুজ্জামান

শেয়ার করুন:

Recommended For You