গবেষণা কার্যক্রম পরিচালনা, গবেষণার মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীলতা আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গঠন করা হলো রিসার্চ কো-অর্ডিনেশন এন্ড মনিটরিং সেল গঠনের সিদান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি মঙ্গলবার (৩০ জানুয়ারি) জনসংযোগ জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ওই সেলটির নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
আরো জানা গেছে, ‘ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ কো-অর্ডিনেশন এন্ড মনিটরিং সেল (ডিউআরসিএমসি) ’ শীর্ষক স্বতন্ত্র এ সেলটি গবেষণা কার্যক্রম পরিচালনা, গবেষণার মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীলতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত গবেষণা প্রকল্প প্রাপ্তিতে সমন্বয়কের ভূমিকা পালন করবে। এছাড়া, গবেষণালব্ধ তথ্যাবলীকে কেন্দ্রীয় তথ্যভান্ডারে সংরক্ষণ ও সহজলভ্য করতে এই সেল কাজ করবে। গবেষণার ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও এই সেল দায়িত্ব পালন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডব্লিউজি/এমআর/আরিফ