পদ্মা অয়েল ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন। জ্বলে ওঠা আগুন নেভাতে গিয়ে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার সময় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- গোলাপ (২৯), ফজল মিয়া (৬০), শফিউদ্দিন (৫৯), মোজাম্মেল (৫০) ও নাজমুল (২৫)।

জানা যায়, সকালে হঠাৎ পাম্প হাউসে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। তখন সেখানে থাকা স্টাফরা আগুনে নেভানোর চেষ্টা করে। এতে আগুনের তাপ ও ধোঁয়ায় ৫ শ্রমিক দগ্ধ ও অসুস্থ হন। দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারও অবস্থাই গুরুতর নয় বলে জানান তিনি।

ডব্লিউজি/এমআর

শেয়ার করুন:

Recommended For You