
কঙ্গনা রানাউত একজন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। জীবনের নানা সময়ে ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে কঙ্গনাকে। তিনি অনেকসময়ই বিষয়কে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে বসেন। এ কারনে বন্ধ করে দিতে হয় তাঁর টুইটার একাউন্ট বন্ধ করে দেয় সংস্থাটির কর্তৃপক্ষ।
সম্প্রতি শেষ করেছেন ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’র পর ফের পরিচালকের চেয়ারে কঙ্গনা রানাউত। সঙ্গে ছবির প্রযোজনায় কঙ্গনারই প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা ফিল্মস’। ছবির শুটিং শেষ হওয়ার পর নিজের নানা অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে শেয়ার করেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সেটের কিছু ছবিও। কঙ্গনা সেই পোস্টে জানান, এই ছবি করতে গিয়ে একাধিক বাধার সম্মুখীন হয়েছেন তিনি। ডেঙ্গিতে ভুগেছেন, শরীর অসুস্থ থাকাকালীনও শুটিং করতে হয়েছে তাঁকে। এমনকি, ছবির খরচ বহন করতে গিয়ে তাঁকে নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে বলেও দাবি পদ্মশ্রী পাওয়া অভিনেত্রীর। যদিও লড়াইটা বজায় ছিল শুরু থেকেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ নিয়ে গিয়েছি। যখন মুম্বইয়ে পা রেখেছিলাম, সঙ্গে ছিল মাত্র ৫০০ টাকা। তাই যদি সর্বস্বান্তও হয়ে যাই, আবার শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে পারব, সেই সাহস আছে। টাকাপয়সা, সম্পত্তি আমার কাছে বড় নয়। এ সবের কোনও অর্থ নেই।
কঙ্গনা রানাউত ২০২১ এ ‘ইমার্জেন্সি’ ছবির ঘোষণা করেন। ছবিতে ভারতীয় অন্যতম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ‘গ্যাংস্টার’ খ্যাত অভিনেত্রী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম খের, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন। চলতি বছরেএই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।
ডব্লিউজি/এমআর