লিবিয়ার উপকূলে অভিবাসীদের বোঝাই নৌকায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন । বুধবার (২৫ জানুয়ারি) এ ঘটনায় আরও ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন৫৮ জন। ইউএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া নৌকাটিতে অভিবাসী ছিলেন অন্তত ১৫০ জন। আর, নিহতরা সবাই আফ্রিকান নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে হতাহতের এ তথ্য প্রকাশ করেছে।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, ত্রিপোলি থেকে ৪০ কিলোমিটার দূরে কাস্তেভার্ডে এলাকায় মৃতদেহগুলো পাওয়া গেছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।
জীবিত উদ্ধার হওয়া অভিবাসীরা জানিয়েছেন, তারা ইতালির দিকে যাচ্ছিলেন। ছোট নৌকায় দেড় শতাধিক লোক ছিল। তাদের মধ্যে নারী ও শিশু ছিল। পথে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। এ সময় তাদের বিপদে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
ডব্লিউজি/এমআর