ইসলামবিদ্বেষী উসকানিমূলক কাজ থেকে বিরত থাকুন: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ নেদারল্যান্ডসের রাজধানী হেগে চরম ডানপন্থীদের কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে । বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো পরিস্থিতিতে ইসলামসহ সব ধর্মের স্মারক চিহ্ন ও মূল্যবোধের অবমাননার মতো নিকৃষ্ট কাজ বাংলাদেশ প্রত্যাখ্যান করে। সাম্প্রদায়িক সহনশীলতা ও শান্তি বজায় রাখতে…, ইসলামবিদ্বেষী ও উসকানিমূলক যেকোনো কাজ থেকে বিরত থাকতে বাংলাদেশ সবার প্রতি আবেদন জানিয়েছে।

সুইডেনের রাজধানী স্টকহোমে গত শনিবার (২১ জানুয়ারি) দেশটির উগ্রপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভের নামে কোরআন পোড়ান। এরপর, রোববার (২২ জানুয়ারি) ডানপন্থী পেগিডা আন্দোলনের ডাচ নেতা এডউইন ওয়াগেনসভেল্ড, হেগে ডাচ পার্লামেন্টের কাছে কোরআনের পাতা ছিঁড়ে ফেলেন।

ডব্লিউজি/এমআর

শেয়ার করুন:

Recommended For You