রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । এর আগে, চিড়িয়াখানায় এক টিকিট দুইবার বিক্রির অভিযোগ ওঠে। তবে এমন অভিযোগের প্রাথমিকভাবে কোনো ভিত্তি পাননি দুদক টিম।
দুদকের এনফোর্সমেন্ট টিম বুধবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে চিড়িয়াখানায় ঢোকে। অভিযানের একপর্যায়ে চিড়িয়াখানার পরিচালকের সঙ্গে কথা বলে দুদক টিম। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মুহাম্মদ আরফি সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক টিম বিগত বছরের টিকিট বিক্রি-সংক্রান্ত টেন্ডারের বিজ্ঞপ্তি, মূল্যায়নপত্র ও অন্যান্য রেকর্ডপত্রের বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে শোনে এবং তা সংগ্রহ করে।
তবে, অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের দাবি এক টিকিট ২ জনের কাছে বিক্রির অভিযোগ উঠার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দিন দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ৯টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানায় দুদকের জনসংযোগ দপ্তর।
দুদক জানায়, চিড়িয়াখানার পরিচালকের সঙ্গে কথা বলে তারা জানতে পারে একই টিকিট ২ জনের কাছে বিক্রির ব্যাপারটি তাদের দৃষ্টিগোচর হলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। তাদের কাছে গত বছরগুলোর টিকিট বিক্রি সংক্রান্ত টেন্ডারের বিজ্ঞপ্তি, মূল্যায়ন পত্র ও তৎসংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
ডব্লিউজি/এমআর