নবীন কর্মকর্তা আগামী দিনের সৈনিক: প্রধানমন্ত্রী

আজকের নবীন কর্মকর্তারা আগামী দিনের সৈনিক; তাই তাদের জন্য সেই পথ মসৃণ করে দিতে হবে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন-২০২৩ এ যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা রাখতে হবে ১২ হাজার মার্কিন ডলার এমন প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে যে উন্নয়ন করতে পেরেছি, এর কৃতিত্ব মাঠ প্রশাসনের।

শেখ হাসিনা আরও বলেন, এ দেশের অগ্রযাত্রা অনেকেরই পছন্দ হবে না; পদ্মা সেতু নিয়েও ষড়যন্ত্র ছিল। ২১ বছরের অন্ধকার যুগ পেরিয়ে আলোর পথে যে যাত্রা চলছে, তা যেন অব্যাহত থাকে। বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You