আর্থিক সংকটে ইভিএম কেনার প্রকল্প স্থগিত

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প আর্থিক সংকটে আপাতত বাস্তবায়ন হচ্ছে না বলে সাফ জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।  তিনি জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ব্যবহারের জন্য দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প স্থগিত করেছে সরকার।

সোমবার (২৩ জুনয়ারি) তিনি এ কথা জানান। জাহাঙ্গীর আলম বলেন, আট হাজার ৭১১ কোটির টাকা প্রকল্প এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব না। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, কমিশনের হাতে থাকা ইভিএম দিয়ে ৫০ থেকে ৭০ আসনে ভোট করা সম্ভব।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছিল ইসি। সে প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে দিলেও পাঁচ মাসেও সাড়া পায়নি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) একনেকের সভার আলোচ্যসূচিতেও ছিল না ইভিএম প্রকল্প।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You