গত ২৪ ঘন্টায় দেশের প্রায় সব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে, কমেছে শৈত্যপ্রবাহ। আজ রবিবার (২২ জানুয়ারি) দেশের শীতের হটস্পট হিসেবে পরিচিত এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল, পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং চুয়াডাঙ্গায় আগের চেয়ে তাপমাত্রা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার এ প্রবণতা অব্যাহত থাকবে। জানুয়ারি মাসে তাপমাত্রা আর কমার লক্ষণ নেই। দেশের অন্য সব এলাকার পাশাপাশি রাজধানীতেও তাপমাত্রা বেড়েছে।
আজ বেলা ১১টার দিকে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ…, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের ২৩ জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যায়। আজ তা কমে এসেছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে মৌলভীবাজার ,নওগাঁ, জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে কমে যেতে পারে।
আজ রবিবার (২২জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
ডব্লিউজি/এমআর