বাইডেনের বাড়িতে মিলল ৬ গোপন নথি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়ি থেকে গোপনীয় আরও ৬টি নথি উদ্ধার করা হয়েছে। বাড়িতে ১৩ ঘণ্টা অনুসন্ধানের পর মার্কিন বিচার বিভাগের তদন্তকারীরা এসব গোপন নথি খুঁজে পান।

স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) বাইডেনের বাড়িতে অধিকতর তল্লাশি চালিয়ে এসব নথি উদ্ধার করা হয়। শনিবার (২১ জানুয়ারি) বাইডেনের এক আইনজীবী বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার উইলমিংটনের বাড়ি থেকে জব্দ করা এসব নথির কিছু তার (বাইডেনের) সিনেটর থাকাকালীন এবং অন্যগুলো বারাক ওবামার অধীনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের দায়িত্বপালনের সময়কালের।

বব বাওয়ার জানিয়েছেন, নতুন করে উদ্ধার হওয়া এসব নথির মধ্যে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন কিছু নথি বাইডেন নিজ হাতে লিখেছিলেন। অবশ্য গোপন এসব নথি জব্দের সময় প্রেসিডেন্ট বাইডেন…, এবং তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। সম্ভাব্য ভাইস-প্রেসিডেন্সিয়াল রেকর্ড এবং সম্ভাব্য গোপন উপাদানের জন্য পুরো প্রাঙ্গনে অনুসন্ধান চালাতে মার্কিন বিচার বিভাগকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস জানিয়েছে, সর্বশেষ ঘটনার আগে বাইডেনের আইনজীবীরা সাম্প্রতিক মাসগুলোতে চার দফায় গোপন নথি ও সরকারি রেকর্ডের সন্ধান পান। গত বছরের ২ নভেম্বর ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টারের দপ্তরে, এরপর গত ২০ ডিসেম্বর ডেলাওয়্যারের উইলমিংটনে প্রেসিডেন্টের বাসার গ্যারেজে চালানো অনুসন্ধানে এবং গত ১১ ও ১২ জানুয়ারি প্রেসিডেন্টের বাসার লাইব্রেরিতে আইনজীবীরা গোপন এসব নথির সন্ধান পান।

ডেলাওয়ারের উইলমিংটনের বাড়িতে তল্লাশি চালানোর প্রস্তাব প্রেসিডেন্ট বাইডেন নিজেই দিয়েছেন বলে জানিয়েছেন বব বাওয়ার। তিনি বলেছেন, মূলত বাইডেন পুরো বাড়িতে তিনি ভাইস প্রেসিডেন্ট…, থাকাকালীন যেসব কাজ করেছেন তার কোনো নথি এখনো রয়ে গেছে কিনা তা ভালো করে তল্লাশি চালিয়ে খুঁজে বের করতেই বাইডেন এ প্রস্তাব দেন।

এদিকে, নথি উদ্ধারের ঘটনায় কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন জো বাইডেন। ব্যক্তিগত অফিস ও বাড়িতে গোপন নথি খুঁজে পাওয়ার খবর মধ্যবর্তী নির্বাচনের আগে জনসম্মুখে প্রকাশ না করা নিয়ে তার কোনও অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন তিনি।

এছাড়া, নথিগুলো কীভাবে পরিচালনা করা হয়েছিল সেটি তদন্তে নেতৃত্ব দেওয়ার জন্য রবার্ট হুর নামে একজন বিশেষ কাউন্সেলকেও নিয়োগ করা হয়েছে।

ডব্লিউজি/এমআর

শেয়ার করুন:

Recommended For You