
ঢাকার গুলশানের হলি আর্টিজানে ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত ওটিটিতে ‘ফারাজ’ মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে লি আর্টিজানে ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। আগামী ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা প্রেক্ষাগৃহে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহজাদপুরে অবিন্তা কবির ফাউন্ডেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আপত্তি জানান তিনি। অবিন্তা কবিরের পরিবারের সদস্যরা এ আয়োজন করেন।
রুবা আহমেদ বলেছেন, ‘ফারাজ’ সিনেমাটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। সিনেমাটির নির্মাতা তাদের সঙ্গে যোগাযোগ করেনি। এ ঘটনায় তারা সহমর্মিতাও প্রকাশ করেনি। আইনি নোটিস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আমার দেশে যখন এটা আসবে প্লিজ ওটিটিতে এটা প্রকাশ হতে দিয়েন না। দেশের মানুষের দরকার নেই এটা দেখার।
রুবা আহমেদ বলেন, এটা দেখা কোনো মায়ের পক্ষে সম্ভব না। আমি মা, আমার মেয়েকে আমি হারিয়েছি। মেয়ের জীবন কীভাবে চলে গেছে সেটা বড় পর্দায় দেখাচ্ছে, অন্যরা উপভোগ করছে এবং অন্য মানুষ সেখান থেকে ব্যবসা করে পয়সা নিচ্ছে, এগুলো মা হিসেবে আমি কীভাবে চাইবো। এতে শুধু আমার মেয়ের নয়, দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। আমি চাই না, ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা না আসুক।
ডব্লিউজি/এআর