নির্বাচন পর্যবেক্ষণে কোনো বাধা নেই: কাদের

আমাদের গণতন্ত্র আমরাই চালাবো, কারও ফরমাইসে চলবে না বাংলাদেশের গণতন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে কোনো বাধা নেই। যে কোনো দেশ থেকেই আসতে পারে পর্যবেক্ষক। আমরা কাউকে বাধা দিবো না। ষড়যন্ত্র না করলেও ষড়যন্ত্রের শিকার হয় আওয়ামী লীগ। বিএনপির ভেতরে কোনো গণতন্ত্র নেই। বিএনপির সম্মেলন শেষ কবে হয়েছিল তা দলটির নেতাদের মনে নেই।

ওবায়দুল কাদের বলেন, আমি ৩ বার সম্মেলন করে সাধারণ সম্পাদক হয়েছি। তাদের আমলে ভোট চোরের রেকর্ড হয়েছিল। তাদের আমলে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার হয়েছিল। সেই কারণেই ওয়ান ইলেভেন হয়েছিল। এরা আবার আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে আসে। এতে তাদের লজ্জা পাওয়া উচিত।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You