ইউক্রেনের জন্য রেকর্ড নিরাপত্তা প্যাকেজ ঘোষণা

রাশিয়ার চলমান যুদ্ধে ইউক্রেনে কিয়েভের জন্য বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন আরও ২৫০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজে স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে । যুক্তরাষ্ট্র মস্কোকে ইউক্রেন যুদ্ধে পরাজিত করতেই ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে । এ পর্যন্ত বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য যতগুলো প্যাকেজ ঘোষণা করেছে তার মধ্যে বৃহস্পতিবারের ঘোষিত প্যাকেজটি দ্বিতীয় বৃহত্তম ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)যুক্তরাষ্ট্রের পেন্টাগন জানিয়েছে, নতুন প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া যান, ৫৯টি ব্যাডলি ফাইটিং বাহন । এর আগের প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল ৫০টি ব্যাডলি । ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে ব্যাবহারের জন্য চলতি মাসেই কিয়েভকে ১০০টির বেশি এই সামরিক যান দেওয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সর্বশেষ নিরাপত্তা সহায়তার প্যাকেজে থাকছে হিমার্স রকেট সিস্টেমের জন্য প্রচুর গোলাবারুদ । হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স। এটি মাঝারি পাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমআলআরএস। এটি ভ্রাম্যমাণ একটি ইউনিট যা একই সঙ্গে একাধিক নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে।

ইউক্রেনের সেনারা হিমার্সের মাধ্যমে রুশ বাহিনীর অস্ত্রের ডিপো এবং কমান্ড পোস্টে হামলা চালিয়ে ব্যাপক প্রভাব ফেলেছে । যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বেশ কয়েকটি হিমার্স ইউক্রেনকে দিয়েছে । রাশিয়ার হামলা প্রতিহতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য অতিরিক্ত অস্ত্র দেওয়া হবে বলেও জানিয়েছে পেন্টাগন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর ঘোষণা দেয় । এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুরু থেকেই জেলেনস্কির সরকারকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এসব অস্ত্র যুদ্ধে আরও ত্বরান্বিত করবে বলে পশ্চিমাদের বার বার সতর্ক করে আসছে ক্রেমলিন। এমনকি ইউক্রেনে পাঠানো পশ্চিমাদের এসব অস্ত্র ও সামরিক যান রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। মস্কোর হুমকি উপেক্ষা করেই ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো।

ডব্লিউজি/এমআর

শেয়ার করুন:

Recommended For You