বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আরও ১৪শ

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে । বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সারা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১৪শ মানুষ। ভাইরাসটিতে নতুন করে শনাক্তের সংখ্যা প্রায় ২লাখে নেমে এসেছেG জাপানে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায়। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ কোটি ২৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ লাখ ৩৯ হাজার।

ব্রাজিল দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে। করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯২২ জন এবং মারা গেছেন ৪৮০ জন । অপরদিকে, দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ১৪৮ জনের এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ ১৩ হাজার ৬ জন ।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪২৮ জন এবং মারা গেছেন ১৬০ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২৮ হাজার ২১৭ জন মারা গেছেন…। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৪০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৩৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৫৬৯ জনের।

গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ৪৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ৮৪ হাজার ৪৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৯৭৭ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯২ জন এবং মারা গেছেন ৬৪ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৭২ হাজার ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৩ হাজার ৭০৮ জন মারা গেছেন। ডেনমার্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত…হয়েছেন ১৩০ জন এবং মারা গেছেন ১৪ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮১৬ জন এবং মারা গেছেন ৪৭ জন।

ডব্লিউজি/এমআর

শেয়ার করুন:

Recommended For You