নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আগামী ফেব্রুয়ারির ৭ তারিখের মধ্যেই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেসিন্ডা নিজেই এ ঘোষণা দিয়েছেন।

তিনি ৭ ফেব্রুয়ারির মধ্যে লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবেন। পরে ভোটের মাধ্যমে তার স্থলাভিষিক্ত নির্ধারণ হবে। উল্লেখ্য, নিউজিল্যান্ডে ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪২ বছর বয়সী জেসিন্ডা জানিয়েছেন, ‘গ্রীষ্মের ছুটিতে ভবিষ্যৎ বিবেচনা করার জন্য সময় নিয়েছেন তিনি। তিনি সাংবাদিকদের বলেন, আমি আশা করেছিলাম যে এই সময়ের মধ্যে আমার যা যা প্রয়োজন তা আমি খুঁজে পাব। কিন্তু দুর্ভাগ্যবশত, আমি তা পাইনি’।

২০১৭ সালে ৩৭ বছর বয়সে জেসিন্ডা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিশ্বের সর্বকনিষ্ঠ নারী সরকার প্রধান হয়েছিলেন তিনি। এর আগে ২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির নেতা জেসিন্ডা আরডার্ন পরাজিত করেন ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন। করোনাভাইরাস মহামারীর সফল ব্যবস্থাপনার কারণে জেসিন্ডা দ্বিতীয় মেয়াদে জয় পান।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You