বিশ্বের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি সফলতার পরিচয় দিয়েছেন প্রযোজনায়। ভারতীয় তারকারাও সেই তালিকায় পিছিয়ে নেই । সেই দলে শাহরুখ,আনুশকা, প্রিয়াঙ্কা থেকে শুরু করে কলকাতার দেব, বনি, অঙ্কুশসহ অনেকেই রয়েছেন । এবার তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি নাম। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী প্রযোজক পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর পথেই হাঁটতে যাচ্ছেন ।
ছবিতে দেখা যাচ্ছে, রাজের অফিসের চেয়ারে কালো চামড়ার জ্যাকেট পরে প্রযোজকের ভঙ্গিতে বসে আছেন শুভশ্রী। দেখে মনে হচ্ছে পুরোদস্তুর প্রযোজক তিনি। তার এই ছবি প্রকাশ পেতেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ভক্তরা।
ভারতীয় গণমাধ্যমগুলো জোরালোভাবে দাবি করেছে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন শুভশ্রী। তবে বিষয়টি নিয়ে এখনও তেমন কিছু জানাননি তিনি।
শুভশ্রীকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে গণমাধ্যমে বলেন, এখনই সব বললে তো চমক কিছু থাকবে না। সময় হলেই ভক্তরা জানতে পারবেন।
যদিও বিষয়টিকে নিছক মজা হিসেবেই নিচ্ছেন অনেকেই । তাদের মতে, শুভশ্রী স্বামীর অফিসে গিয়ে মজার ছলেই এমন ছবি পোস্ট করেছেন । আবার অনেকেই বলছেন, এটা আলোচনায় থাকার অংশ মাত্র। তবে শুভশ্রী স্বামী রাজের পথে হাঁটবেন না নিছক মজাতেই বিষয়টি আটকে থাকবে সেটা হয়তো সময়ই বলে দেবে।
ডব্লিউজি/এমআর