সিইসির ইভিএম নিয়ে এখনও অনিশ্চিয়তায়

দ্বাদশ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৮ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, চাহিদা অনুযায়ী ইভিএম পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। কতটা আসনে বা কেন্দ্রে ইভিএম ব্যবহার করতে পারব, সে বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।

হাবিবুল আউয়াল বলেন, ইইউ প্রতিনিধি দল গত বছরও আমাদের এখানে এসেছিলেন। মূলত, নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন তারা।

তিনি আরও বলেন, আমরা উনাদেরকে (ইইউ) পরিষ্কার করে জানিয়েছি, রোডম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা যথাসময়ে নির্বাচন করব।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের বিষয়ে ইইউ’কে সিইসি বলেন, আশা করি অচিরেই মতপার্থক্য দূর হয়ে যাবে। সব দল নির্বাচনে আসবে। অংশগ্রহণমূলক হলে নির্বাচন চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে।

বৈঠক শেষে ইইউর হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ইইউ আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়। নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচক।

চার্লস হোয়াইটলি আরও বলেন, আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ এবং অগ্রগতিতে প্রযুক্তিগত এবং পরিচালনাসংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You