স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী বাহিনী দরকার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হলে আওয়ামী লীগকে কে বাঁচাবে! মুখে বলি বঙ্গবন্ধুর সৈনিক, নেতা হয়ে মঞ্চে উঠলে আদর্শের কথা মনে থাকে না। এমন নেতা আমাদের দরকার নেই। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আাওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এতা নেতা এই নেতাদের ভিড়ে দলের আসল কর্মী চেনা দায়। মুখে বলি বঙ্গবন্ধুর সৈনিক, নেতা হয়ে মঞ্চে উঠলে আদর্শের কথা মনে থাকে না। যারা আওয়ামী লীগের ত্যাগী কর্র্মী তারা কখনো দলের আদের্শের কথা ভুলে যায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী বাহিনী দরকার। বাংলাদেশের জন্য সুশৃঙ্খলা চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগকে শৃংখলাবদ্ধ করতে হবে। যারা চাঁদাবাজিতে মাস্তানি করবে তাদের সঙ্গে কোনো আপস নয়, করবে তাদের বিরুদ্ধে আপসহীন লড়াই চলবে। দলের নাম ব্যবহার করে অপর্কম করলে ছাড় দেওয়া হবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মুখে আওয়ামী লীগের আদর্শ লালন করবেন অন্তরে সে আদর্শ লালন করবেন না তেমন নেতার দরকার নেই। এমন নেতা আমরা চাই না।..বিএনপি বলছে সুনামি এনে সরকার হটাবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে। বিএনপির হতাশা থেকে অসুস্থতার শুরু হয়েছে। ৫৪ দলের ৫৪ মতে বিভক্ত।

তিনি বলেন, আসল নেতাগুলো হাসপাতালে। আর পাতিনেতারা বলছে সুনামি নামিয়ে সরকার হটাবে। আন্দোলনের সাগরের উত্তাল তুলে নদীর ঢেউও তুলতে পারলো না। হতাশায় বিএনপির বাজার ভেঙে যাচ্ছে, বিএনপির জোটের বাজার ভেঙে যাচ্ছে, এ হতাশার জোট দিয়ে শেখ হাসিনা সরকার হটানো দুরাশার বাণী।..বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। সরকার নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না নির্বাচন করবে নির্বাচন কমিশনার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কোথাও নেই,অহেতুক তত্ত্বাবধায়কের কথা ভুলে যান, আইন দ্বারা গঠিত নির্বাচন কমিশনের পদত্যাগ প্রশ্নই আসে না।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You