রাষ্ট্রপতি নির্বাচন: শিগগিরই স্পিকারের সঙ্গে বসবেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার ফাইল প্রস্তুত করে জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানান, ২৪ জানুয়ারি থেকে শুরু হবে রাষ্ট্রপতি পদে নির্বাচনের সময় গণনা। ২৩ ফেব্রুয়ারির আগেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সংবিধান অনুযায়ী কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকতে পারেন।

সেই অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। নিয়ম মোতাবেক তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী নব্বই দিন থেকে ষাট দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You