আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন

টঙ্গীর তুরাগ তীরে চলমান ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন। তীব্র শীতকে উপেক্ষা করে লাখো মুসল্লি যোগ দিয়েছেন এই পর্বের ইজতেমায়।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) ফজরের নামজের পর তাদের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে বয়ান শুরু হয়েছে। উর্দুতে বয়ান শুরু করেন পাকিস্তানী মাওলানা খুরশিদুল হক রায়বেন…। আর বাংলায় তা তরজমা করে শোনান মাওলানা যোবায়ের আহমদ। সকাল ১০টায় বধির, মাদ্রাসা ছাত্র ও আলেম ওলামাদের জন্য পৃথক বয়ান শুরু হবে।

বয়ান করবেন যথাক্রমে সানোয়ার হোসেন, নিয়াজ মোহাম্মদ এবং আমির হোসেন। এছাড়া,তসবিহ তাহলিল, জিকির আসকারে দিবসটি অতিবাহিত করবেন বলে জানিয়েছেন ইজতেমা আয়োজকরা। কাল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামায়াতের যোবায়েরপন্থি সদস্যদের বিশ্ব ইজতেমা।

এরপর ২০ থেকে ২২জানুয়ারি অনুষ্ঠিত হবে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব…। ভারতের সাদ কান্দলভিপন্থিদের অয়োজন ও অংশগ্রহণে হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় এ পর্ব।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You