সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ওইদিন কেন্দ্রসহ মহানগর, জেলা-উপজেলা ও পৌর সদরে এ কর্মসূচি পালিত হবে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।…চলমান আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়েছে। এজন্য তাদের পুলিশ ও আমলার ওপর নির্ভর করতে হয়। নির্যাতনকারী সরকার হিসেবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আছে। দেশের মানুষ মুক্তি চায়।

মির্জা ফখরুল বলেন, যখন থেকে সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তখন থেকে আন্দোলন শুরু হয়েছে। দেশের মানুষ, গণতন্ত্রকামী দল ও জোট আজ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।

তিনি আরও বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষ আজ বলছে, তারা আর পারে না। চাল কিনতে পারে না। খাদ্য কিনতে পারে না। ওয়াসার এমডি আমেরিকায় ১৪টি বাড়ি কিনেছে। তিনি কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আজকে তাদের…বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তারা সব ব্যাংক লুটে ফোকলা করে দিয়েছে। সরকার লুটের রাজ্য গড়ে তুলেছে।

মির্জা ফখরুল বলেন, আসুন আমরা নতুন বাংলাদেশ গড়তে সবাই জেগে উঠি। সুসংবাদ হচ্ছে এটাই, আজকে দেশের সুশীল সমাজ এগিয়ে এসেছে। জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন। এখন আমাদের আরও বেশি করে জেগে উঠতে হবে।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You