বিএনপির গণঅবস্থান আজ, মাঠে থাকবে আ.লীগ

ঢাকায় বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হবে। রাস্তার একপাশের সড়কে এ কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে দলটি। এদিকে, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীতে দুটি সমাবেশে করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দক্ষিণের উদ্যোগে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ও উত্তরের উদ্যোগে বেলা ১১টায় ফার্মগেট এলাকায় এ সমাবেশে করবে সংগঠনটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে এসব তথ্য জানান দলটির ভাইস চেয়ারম্যান জেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, আমরা আমাদের পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি পালনের অনুমতির জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আবেদন করেছি। কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছি। ডিএমপি আমাদের নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।

এদিকে বিএনপি গণঅবস্থানের নামে দেশের অভ্যন্তরে যেন সহিংস পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচিতে বাধা না দিলেও দলটির সহিংসতা রোধে নগরজুড়ে কঠোর অবস্থানে থাকবে ক্ষমতাসীনরা। কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হলেই তা প্রতিরোধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জানা গেছে, সমমনা দলগুলো নিয়ে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির গণঅবস্থান আজ। এ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। সরকারবিরোধী শো-ডাউনের মধ্যদিয়ে নিজেদের সাংগঠনিক শক্তির প্রদর্শন দেখানোর পরিকল্পনাও রয়েছে বিএনপির। তবে মাঠের রাজনীতিতে বিএনপিকে ছাড় দিতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধীদের গণঅবস্থানের দিনে পুরো রাজধানী দখলে রাখতে চায় দলটি। এছাড়া নগরের পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে রাখা হবে বাড়তি নজরদারি।

বিএনপির গণঅবস্থানের প্রতিবাদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এছাড়াও এদিন সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেল ৩টায় রাজধানীর চিড়িয়াখানা রোডের ঈদগাঁও মাঠে এ সমাবেশে করা হবে। উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুটি সমাবেশ আয়োজন করা হয়েছে।

বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সংবিধানবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ। সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে আজ বেলা ১১টায় রাজধানীর শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। বিএনপির গণঅবস্থান কর্মসূচির প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ কৃষক লীগ। সংগঠনের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণ কৃষক লীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন:

Recommended For You