ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. প্রণয় ভার্মার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) উপাচার্য কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতীয় স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রমের নতুন ক্ষেত্র উন্মোচনের ব্যাপারেও তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক আরও দৃঢ় হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশের জন্য ভারতীয় হাইকমিশনার প্রণয় ডার্মাকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় ভারতীয় হাইকমিশনের অ্যাটাচি (এডুকেশন) মি. জয়ন্ত বকশি ও সেকেন্ড সেক্রেটারি মি. ভৈরও সুনীল গন্ডানি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রবীর কুমার সরকার, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা ও জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রণয় ভার্মা ২০২২ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিসিক্ত হয়েছেন।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You