পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে ‘উসকানিমূলক’ ও ‘হিংসাত্মক’ বিবৃতি দেয়ার অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান…ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কররা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খান ছাড়াও পিটিআইয়ের জ্যেষ্ঠ দুই নেতা ফাওয়াদ চৌধুরী ও আসাদ ওমরের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে নির্বাচন কমিশনের ৪ সদস্যের একটি বেঞ্চ।
পরে আসাদ ওমর এক টুইটে বলেন, ইমরান খান…, আমি এবং ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনার পরিবর্তে তারা এ কাজে নিয়োজিত রয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশন ইসলামাবাদে স্থানীয় সংস্থার নির্বাচন না করে আদালত অবমাননা করেছেন।
এদিকে রায়ের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফাওয়াদ চৌধুরী। তার মতে, ইসিপি আদালত অবমাননা করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের জামিনযোগ্য পরোয়ানা জারি করা হাইকোর্টের সিদ্ধান্তের অবমাননা।
ডব্লিউজি/এআর