ভ্রমণের আগে যে বিষয়গুলো মনে রাখবেন

আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততা থেকে মুক্তি পেতে ভ্রমণ জরুরী।  প্রায়ই পর্যটকদের ভোগান্তির কথা প্রকাশ পাচ্ছে খবরের কাগজগুলোতে। ভ্রমনের আগে কিছু বিষয় মনে রাখতে হবে।

১। ব্রিজ হলিডে বা একটানা কয়েকদিনের ছুটিতে কোথাও ভ্রমণের পরিকল্পনা করলে অবশ্যই আগে থেকে হোটেল বুকিং দিয়ে নেবেন। এমনকি বাস, ট্রেন বা বিমানের টিকিটের ব্যবস্থাও করে ফেলবেন।

২। এখন শীতকাল চলছে। শীতের কোনও দেশে ভ্রমণের আগে বরফের কারণে পর্যটন স্থান বন্ধ আছে কিনা সেটা জেনে নেবেন।

৩। ট্র্যাভেল ব্যাগে পরিচয়পত্র, ফার্স্ট এইড কিট ও পোর্টেবল চার্জার রাখবেন।

৪। ফিরতি টিকিটের ব্যবস্থা আগেই করে রাখবেন।

৫। সঙ্গে শিশু থাকলে শিশুর প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা করে ফেলুন গোছগাছ করার আগে। সেই তালিকা ধরে জিনিস ব্যাগে নিন। এতে প্রয়োজনীয় ছোটখাটো জিনিস বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।

৬। দেশের বাইরে গিয়ে সার্ফিং, প্যারাগ্লাইডিং বা কোনও ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে চাইলে স্থানীয় ট্র্যাভেল এজেন্সির সাহায্য নিতে পারেন।

শেয়ার করুন:

Recommended For You